আমাদের মধ্যে অনেকে আছেন মুভি পাগলা। নতুন কোন মুভি আসলেই সেটা জোগাড় করার চেষ্টা করি বন্ধু বা আত্মীয় থেকে। কিন্তু অনেকেই আছেন ইংরেজী ভাষা কম বুঝতে পারার কারণে মুভির গল্পটা বুঝতে পারেন না। মুভির কাহিনীটা সুন্দর হলেও না বুঝার কারণে মুভিটা উপভোগ করতে পারিনা। তাই অনেকেই "নাচ না জানলে উঠোন বাঁকা" এর সৎ ব্যাবহার করেন এই বলে যে মুভিটা সুন্দর হয়নাই।
কিন্তু বাংলা ভাষায় মুভিটা দেখলে আপনি আসল মজাটা ঠিকই পাবেন। কারণ আমরা যে ভাষায় কথা বলি সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজবোধ্য। তাই সাইমন এলেক্স,ম্যাক আজাদ সহ আমরা কয়েকজন মিলে বিদেশী মুভিগুলোর বাংলা সাবটাইটেল তৈরি করছি আর যেভাবে সাড়া পাচ্ছি তা আসলেই কল্পনার বাইরে।
এইবার আসি আসল কথায়। কয়েকমাস আগে Hollywood এর অন্যতম সেরা মুভি The Wolverine (2013) মুক্তি পায়।
আমাদের কাছে এর ব্লু-রে প্রিন্ট আসতে একটু সময় লাগে। তাই বাংলা সাবটাইটেল তৈরি করতেও সময় লেগে যায়। বেশ কয়েকদিন লেগে যায় এটা তৈরি করতে। আজকে এই মুভির বাংলা সাবটাইটেল সবার জন্য উন্মুক্ত করলাম। যদি মুভিটা না দেখে থাকেন বা দেখার পরেও মজা না পান তাহলে আমি অনুরোধ করবো এই সাবটাইটেলটা ডাউনলোড করে আবার মুভিটা দেখতে।
এই সাবটি মাতৃভাষা দিবস উপলক্ষে আমার ছোট্ট উপহার বলতে পারেন আপনাদের জন্য। আশা করি আপনারা উপভোগ করবেন আমার এই বাংলা সাবটাইটেলটি। যদি সাবটাইটেল এ ভুল পান তাহলে ক্ষমার চোখে দেখবেন আর আমাকে জানাবেন যাতে ভুল শুধরে নিতে পারি। নিচের লিঙ্ক থেকে এই সাবটাইটেল ডাউনলোড করে নিনঃ
যদি কারও কাছে মুভিটা না থাকে তাহলে টরেন্ট সাইট থেকে মুভিটা ডাউনলোড করে নিন অথবা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে এই ডাউনলোড লিঙ্ক এ গিয়ে ডাউনলোড করে নিন।
সাবটাইটেল জগতে বাংলাদেশের অবস্থান তথা বাংলা ভাষার অবস্থান খুব একটা ভাল নয়।
Subscene হল সাবটাইটেল এর ভান্ডার। আর এখানে যদি আমরা আমাদের বাংলা ভাষার সাব গুলোকে rate করি অর্থাৎ ভাল না খারাপ সেটা বলি তাহলে আমাদের অংশগ্রহণ বুঝিয়ে দিবে আমরাও এই কাজে পিছিয়ে নেই। কিন্তু দুঃখের ব্যাপার এই যে আমাদের বাংলা সাব গুলো সবাই ১০০+ ডাউনলোড করলেও রেট পড়ে মাত্র ১০-১২ টা। যা দুঃখের ব্যাপার। সাবসিনে একটা একাউন্ট খুলতে লাগে ৫ মিনিট আর সেটা দিয়ে আপনি সারাজীবন রেট করে যেতে পারবেন আমাদের করা সাব গুলোতে।
যারা এই সাবটাটেল তৈরি করে তারা প্রতিদানে কিছু পায়না,তাই তারা আশা করে যেন আপনারা অন্তত এই কাজটা (রেট করা) যেন করেন। কারণ এটাই আমাদের কাজের উৎসাহ যোগায়। আমি বলে দিচ্ছি কীভাবে একটা সাবে রেট করতে হয়।
♥ প্রথমে সাবসিনে একাউন্ট খুলুন।
♥ তারপর যে সাবটাইতটেল ডাউনলোড করবেন সেটার ডাউনলোড লিঙ্ক এর উপর ক্লিক করলে পাশেই একটা রেট করার (Good/Bad) অপশন পাবেন নিচের চিত্রের মত।
তারপর আপনি আপনার রেট করতে পারবেন এবং সাথে সাথে আপনি ওখানে মন্তব্য করতে পারবেন। আপনাদের কাছ থেকে এতটুকু আশা আমরা করতেই পারি। আপানদের পাশে পেলে আমরা বাংলা ডাবিং গ্রুপ খোলার উৎসাহ পাবো আর কাজ শুরু করতে পারব।
এছাড়া নতুন মুভির সাবটাইটেল পাওয়ার জন্য ফেসবুকে আপনি এই পেইজ বা ফেসবুক গ্রুপ এ জয়েন হয়ে থাকতে পারেন।
ভাল থাকবেন আশা করি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ্ হাফেজ।
আমি আছি আপনার কাছাকাছি,শুধু খুজে নিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।