সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর চকের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে তারা একটি কাটা রাইফেল, দুটি পিস্তল, একটি পাইপগান, শতাধিকগুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছেন।
কোতোয়ালি মডেল থানার ফারুকের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, দখলসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে ওসি সাখাওয়াত হোসেন জানান।
র্যাব কর্মকর্তা বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে কয়েকজন সঙ্গী নিয়ে চকেরপুল এলাকা দিয়ে যাচ্ছিলেন ফারুক। সন্দেহ হওয়ায় র্যাব চেকপোস্টের দায়িত্বরত সদস্যরা তাকে তল্লাশি করতে চায়।
ফারুক তাতে বাধা দিলে ধস্তাধস্তি হয়।
“এক পর্যায়ে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ফারুক। তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়।
”
নিহত ফারুক স্থানীয় যুবলীগের সক্রীয় কর্মী ছিলেন বলে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম জানান।
কোতোয়ালির ওসি সাখাওয়াত হোসেন বলেন, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশাল নগরীতে ‘পানামা বাহিনী’ নামে একটি সন্ত্রাসী দল চালাতেন ফারুক। ২০০১ সাল থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। বছর তিনেক আগে প্রকাশ্যে এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন ফারুক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।