আমাদের কথা খুঁজে নিন

   

কলাপাড়ায় জাপা সেক্রেটারীর আওয়ামী লীগে যোগদান

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পার্টি (এ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো.হাবিবুর রহমান আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপির হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এসএম রাকিবুল আহসানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে নাওভাঙ্গা সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা এমএ কাদের আওয়ামী লীগে যোগ দেন। যোগদান সভার পরে সম্প্রতি নিহত নেতাদের রুহের মাগফিরাত কামনায় এবং রোগাক্রান্ত নেতা সফিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান সালাম শিকদার, লিয়াকত হোসেন নান্নুর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অপরদিকে মাওলানা হাবিবুর রহমান গতকাল জাপা থেকে পদত্যাগপত্র দাখিল করেন। একইদিন জাপা সভাপতি আমজাদ হোসেন হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দল থেকে হাবিবুর রহমানকে বহিস্কারের কথা জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.