পটুয়াখালীর কলাপাড়ায় প্রকৃতির ডাকে বাইরে এসে ইউপি সদস্যের হাতে মার খেলেন হানিফ ফরাজী (৪৫) নামের এক জেলে। রাতে টয়লেটে যাওয়ার পথে তাকে প্রায় দুই ঘন্টা আটকে রেখে মারধর করেন ইউপি সদস্য আবুল হোসেন। খবর পেয়ে গ্রামবাসীরা গিয়ে তাকে উদ্ধার করে।
রবিবার সকালে তাকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি গ্রামে শনিবার রাত সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ ফরাজী জানান, শনিবার রাতে টয়লেটে যাওয়ার পথে প্রতিবেশী আবুল মেম্বারের বাসায় মানুষের উচ্চবাচ্য শুনে তিনি ওই বাসার সামনে দাড়ান। এ সময় আবুল মেম্বার টের পেয়ে তাকে আটক করে বাসায় নিয়ে কোন কারন ছাড়াই মারধর করেন।
ইউপি সদস্য আবুল হোসেন সাংবাদিকদের জানান, গভীর রাতে তার বাসার পাশে দাড়িয়ে হানিফ তাদের নিজেদের কথা শুনছিল। এ সময় তারা টের পেয়ে তাকে ভিতরে নিয়ে শুধু জিজ্ঞাসাবাদ করেছেন। কোন মারধর করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।