পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র জোড়পূর্বক দখল করে নিজেদের পছন্দের প্রতীকে সিল মারা ও বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মো.হাবিবুর রহমান সংবাদসম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেছে।
আজ সোমবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে তাঁরা ভোট বর্জনের ঘোষনা দেন। এ সময় বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসা তাওহীদ নাননু মুন্সী, ইসলামী আন্দোলনের ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মৃধা, বিএনপি সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস আক্তার, স্বতন্ত্র নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা বেগম ভোট বর্জনের ঘোষনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
এদিকে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব তালুকদার সাংবাদিকদের জানান, আমার বিরোধী প্রার্থীরা নিশ্চত পরজয় জেনে ভোট চালাকালীন সময় নির্বাচন বর্জন করেছে। তবে কেথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারা শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে ভোট দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।