পটুয়াখালীর কলাপাড়ায় কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ১০ টি বেহুন্দীজাল এবং ১০টি মশারি জাল আটক করে পুড়িয়ে দিয়েছে।
আজ দুপুরে উপজেলার চাপলীবাজার ও কাউয়ারচরে এ অভিযান চালানো হয়। এসময় পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় আড়াই লাখ বাগদা চিড়িং পোনা উদ্ধার করে চাপলীবাজার খালে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটকৃত সাড়ে পাঁচ লাখ টাকার জাল কাউয়ার চর সৈকতে পুড়িয়ে ফেলা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোষ্টগার্ড কলাপাড়া কন্টিনজেন্ট কমান্ডার মো. সাব্বির উদ্দিন ও উপজেলা মত্স্য কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে কোষ্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।