আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ১৭

বাংলা আমার দেশ

বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে শিল্পী-সাহিত্যিকদের সোচ্চার কণ্ঠ
কলকাতা : ৭ই আগষ্টমুজিব দিবসে কোলকাতা ময়দানে শিল্পী-সাহিত্যিকদের সমাবেশে শত সহস্র কণ্ঠে বঙ্গবন্ধু মুজিবের মুক্তি এবং মানবতাবিরোধী এহিয়া চক্রের বিচারের দাবী সোচ্চার হয়ে ওঠে।
দেশের বিশিষ্ট কবি-সাহিত্যিক শিল্পীগণ এই সমাবেশে জমায়েত হন।
মানবতার হত্যাকারী এহিয়ার বন্দীশালা থেকে শেখ মুজিবের মুক্তি দাবী সকল মানুষের কণ্ঠে সোচ্চারিত হবার আবেদন রাখেন প্রথিতযশা সাহিত্যিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
দুশতাধিক বৃটিশ এম পি’র মুজিবের মুক্তি দাবী
মুক্তনগর : ৮ আগষ্টপাকিস্তানের জঙ্গীশাহীর কারাগারে বন্দী শেখ মুজিবের মুক্তি দাবী করে বৃটিশ পার্লামেন্টের দু শতাধিক সদস্য একটী স্মারকপত্রে সই করেছেন।
বৃটীশ লেবার পার্টির নেতা জনষ্টোন হাউস প্রেরিত খবরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর উপরোক্ত সংবাদ পেয়েছেন।
পররাষ্ট্র দপ্তর এর মুখপাত্র আরও জানাচ্ছেন যে শীগগীরই ওয়াশিংটনে বাংলাদেশ সরকার একটী কুটনৈতিক মিশন খুলবেন।
সোনার বাংলা (বাংলার কথা) \ ১ ঃ ১ \ ১৪ আগস্ট ১৯৭১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।