আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল জগতের সহজেই রক্ত গরম ও ঠাণ্ডা হওয়া কিছু মানুষের জন্য কিছু কথা ও কিছু লক্ষন, মিলিয়ে নিন ......

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ * ভিডিও দেখলেন , দেখলেন কিভাবে সীমান্তে মানুষ দের অমানবিক ভাবে গুলি করে হত্যা করা হচ্ছে । দেখে গায়ের রক্ত গরম হয়ে গেল , নিশ্বাস এর সাথে আগুন এর হলকা বেরোলো ..................এখন ই কিছু একটা করা দরকার , হাত দিয়ে জোরে টেবিল সহ সারাবাড়ি কাপিয়ে তুললেন এরপর রাগে ফোসফোস করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন “মালু …………….গালিগালাজ গুলো উহ্য রাখলাম ………….ধরে ** করা দরকার ” ফলাফল – স্ট্যাটাসে লাইক ৫০ টা কমেন্ট ৩০ টা ………. আহ দেশ উদ্ধার করে ফেলেছেন এবার চিকনি চামেলী কিংবা ডার্টি পিকচার দেখতে বসে যান **পণ্যের লিস্ট দেখলেন দেখে মাথায় হাত দিলেন এদেখি সব ই আপনার নিত্য ব্যবহায্য পণ্য এর মাঝে পড়ে । যাই হোক এখন এগুলো কিনে ফেলেছেন আর কি করবেন রেখে দিন শেষ হয়ে গেলে না হয় দেশী টা কিনবেন ………..এরকম চিন্তা করে ফেললেন না ***ভারতীয় চ্যানেল নিপাত যাক নিপাত যাক বলে ব্লগে ফেসবুকে কাপাকাপি অথচ দিনের শেষে অথবা সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত খোদ আপনার ঘরেই চলছে স্টার প্লাস জি বাংলার মত চ্যানেল ……………..আপনার কি এতটুকু সাহস নেই যে মা বোন কে বোঝানোর যে এসব দেখে আপনি ওই পার্শ্ববর্তী দেশ টাকে কত রাজস্ব আয় করিয়ে দিচ্ছেন ****না সারাদিন অনেক লাফালাফি করলাম কোন লাভ হল না, ধুর এ জাতিকে দিয়ে কিছুই হবে । দেশেই আর থাকবো না বিদেশে চলে যাবো ……………চলে গিয়ে কি করবেন সেটা আশা করি আর বলা লাগবে না …….. আপনার মনে কি সারাদিন এসব চিন্তা ভাবনা ঘুরপাক খায় কিংবা আপনার আশেপাশের কেউ কি এই ধরনের লক্ষণে আক্রান্ত তাকে বলে দিন যে বিপ্লব বা পরিবর্তন একদিনে হয় না , এজন্য একটা জাতির ঐক্য লাগে , নামা মুনির নানা মত না দিয়ে সঠিক ভাবে ধীরে ধীরে ঐক্যমত গড়ে এই বর্বরতার প্রতিবাদ করুন । ##ব্লগার আন্ধা পোলার বলায় মনে হল একটা পয়েন্ট - আমি নিজের ঢোল পিটাবো না , তবে আমার বাসায় সব ধরনের ভারতীয় পণ্যই আমি বর্জন এবং ব্যবহারের বিরোধিতা নিজে অনেক আগ থেকেই করছি । আজ দুপুরের কথা , এফ এম শুনছিলাম , খুব প্রিয় একটা হিন্দি গান বেজে উঠলো এফ এম এ ,অনেক প্রিয় একটা গান , কিন্তু আমি এটা শুরু হবার সাথে সাথেই এফ এম অফ করে দিয়েছি ,আর শুনিও নাই । এটাই নিজস্ব চেতনা , হোয়ার ইউ সুড হোল্ড ইউর গাটস ........ একান্ত সখেদে করা পোষ্ট , গত কয়েকদিন ধরে ব্লগের অবস্থা দেখে এরূপ ই মনে হল ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.