আমাদের কথা খুঁজে নিন

   

রাজারহাটে তুচ্ছ ঘটনায় এক যুবককের হাতের কব্জি ও পায়ের রগ কর্তন\ রামদাসহ ২যুবক গ্রেফতার




প্রহলাদ মন্ডল সৈকত, ১১ফেব্রুয়ারী কুড়িগ্রামের রাজারহাটে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক যুবকের হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে। এঘটনায় পুলিশ ধারালো অস্ত্র সহ ২যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের তৈয়ব আলীর পুত্র মাজাহুর রহমান (৩৫) একই গ্রামের আঃ হকের কাছ থেকে একটি বাঁশ কিনে নেয়। ১১ ফেব্র“য়ারী সকাল সাড়ে ৯টায় বাঁশ কাঁটাকে কেন্দ্র করে আঃ হকের পুত্র ফরিদুল ইসলাম(২০) ও আঃ করিমের পুত্র মিজানুর রহমান (১৯) ধারালো রামদা দিয়ে মাজাহুরের হাতের কব্জি ও পায়ের রগ কেঁটে দেয়। এতে সে গুরুতর আহত হয়।

এসময় তার ভাই তাকে বাঁচাতে গেলে তাকে আহত করে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে তার অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। তার অবস্থা আশংকাজনক বলে মাজাহুরের পরিবারের লোকজন জানান। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা ঘটনার সাথে জড়িত ওই দুই যুবককে হরিশ্বর তালুক প্রাথমিক বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করেন।

পরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি ধারালো রামদা সহ ফরিদুল ইসলাম ও মিজানুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। এব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.