সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
প্রিয় ব্লগার বন্ধুরা, জীবনের পিছনে যে সময়গুলো পার করে এসেছি সেই সময়গুলোতে কিছু কিছু গান মনে গেঁথে আছে। তারই ধারাবাহিক প্রকাশ এই পর্ব থেকে।
তোমাকে দেখলে একবার
মরিতে পারি শতবার,
তুমি নও তো কভু হারাবার
জীবনে মরনে
বিরহের এই নিশি লগনে
জেগে আছি শুধু দুজনে
তোমাকে দেখলে একবার
মরিতে পারি শতবার।
বাতাস তোমার অঙ্গ ছুয়ে
সুবাস নিয়ে আসে,
বেঁচেই আছি গন্ধে তারই
নিশ্বাসে নিশ্বাসে,
কাছে থেকেও তুমি আছ দুরে
কত ব্যাথা তাই অন্তরে।
ও..ও.ওও..ওওও.
তোমাকে.....................
মরিতে পারি শতবার
বন্দিনীগো কাঁদছো তুমি
আমায় মনে করে,
তাইতো তোমার অশ্রুগুলি
বৃষ্টি হয়ে ঝরে,
শত বাধা আজ ভেঙে চুরে
মন পেতে চায় তোমারে।
ও..ও...ও.ওওও..........
তোমাকে দেখলে একবার
মরিতে পারি শতবার,
তুমি নও তো কভু হারাবার
জীবনে মরনে
বিরহের এই নিশি লগনে
জেগে আছি শুধু দুজনে
তোমাকে দেখলে একবার
মরিতে পারি শতবার।
ছায়াছবি : অঞ্জলি।
শোনা + ডাউনলোড লিংক Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।