মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলাম জানান।
গত ৫ জানুয়ারি নির্বাচনের আগের দিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করার সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন ইমাম। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সঙ্কর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইমামের শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল। তাকে রাখা হয়েছিল আইসিইউতে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবুল ফয়েজ জানান, ইমাম লক্ষীপুর সদর থানায় কর্মরত ছিলেন, গ্রামের বাড়ি নোয়াখালী সদরে এওজবাড়িয়া গ্রামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।