আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে উদ্ভাবিত Windows Security System, WIN SECURE এর পরিচিতি ও উদ্বোধনী সংবাদ সম্মেলন।(সাময়ীক পোস্ট))

কিছু অনুভুতি অক্ষরে সাজান যায় না। কিছু অনুভুতি বেচে থাকার প্রেরণা। কিছু বাস করে হৃদয়ের অন্ধকার কুঠিরে যার, মৃত্যুর পূর্বে মৃত্যু হয় না।

সংবাদ সম্মেলন

বিষয়ঃ বাংলাদেশে উদ্ভাবিতWindows Security System, WIN SECURE এর পরিচিতি ও উদ্বোধনী সংবাদ সম্মেলন।

আস্সালামু আলাইকুম, আগামী ১৩ই ফেব্রুয়ারী ২০১৪ইং, বিকাল ৪.৩০ মিনিটে ঢাকা প্রেস ক্লাবে Querysoft কর্তৃক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনেQuerysoft এর উদ্ভাবিত উইন্ডোজ এর নিরাপত্তামূলক সফট্ওয়্যার WIN SECURE এর পরিচিতি ও এর ব্যবহারিক উপকারিতার বিষয়বস্তু তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। WIN SECURE বর্তমান বাজারের গতানুগতিক এ্যন্টিভাইরাস এর মত শুধুমাত্র উইন্ডোজ কে ভাইরাস এর আক্রমন থেকে সুরক্ষা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। কেননা ভাইরাসের আক্রমন ব্যতিত অন্য যে কোন কারনেও উইন্ডোজ ক্ষতিগ্রস্থ হতে পারে, এবং অনেক ক্ষেত্রে উইন্ডোজ রি-ইনস্টল করা জরুরী হয়ে পড়ে ফলে ব্যবহারকারীর মূল্যবান সময়ের অপচয়ও হয়ে থাকে। সুতরাং বলা যায় যে, উইন্ডোজ এর সুরক্ষায় শুধুমাত্র এ্যন্টিভাইরাস এর ব্যবহারই পর্যাপ্ত নয়। উপরোক্ত সমস্যার সমাধানে WIN SECURE প্রোগ্রামে রয়েছে ভাইরাস প্রটেকশন সহ মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে উইন্ডোজ ব্যকআপ ও রিস্টোর পদ্ধতি।

উপরোক্ত বিষয়বস্তু বাংলাদেশের সমগ্র কম্পিউটার ব্যবহারকারীদের নিকট পৌছে দেওয়ার জন্য আপনাদের উপস্থিতি ও সহযোগীতা একান্তভাবে কামনা করছি।

web: qs4bd.com email:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.