আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে মিল মালিকের বিরুদ্ধে পঁচা গম আমদানীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের একটি পস্নাওয়ার মিলের মালিক ভারত থেকে আড়াই হাজার মেট্রিক টন খাবার অনুপযোগি পঁচা গম আমদানী করে আটা তৈরীর জন্য খালাস করা হচ্ছে।<p>

গত তিন দিন আগে গমগুলো রেলপথে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশনে এসেছে এবং তা খালাস করা হচ্ছে। এদিকে পঁচা গমের দূর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।<p>জানাগেছে, ভারত থেকে আড়াই হাজার মেট্রিক টন গম আমদানী করেছে চাঁপাইনবাবগঞ্জের প্রিন্স আটার মালিক মোঃ আকবর আলী। গমগুলো সোমবার ভারত থেকে আমদানী করে সিন্দাবাদ-রহনপুর রেলপথে আনা হয়েছে। এদিকে গমগুলো খালাসের সময় সরেজমিনে দেখা গেছে, পঁচা দূর্গন্ধযুক্ত ও পোকা লাগা গমগুলো খালাস করে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে আকবর আলীর গোডাউনে।<p>একটি সূত্রে জানাগেছে, ওই গমগুলো দিয়ে আটা তৈরী করে বাহারী প্যাকেটে ভরে বাজারজাত করা হবে। এদিকে গমগুলো আটক করে বাজেয়াপ্ত করার জন্য আজ জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমীর সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ।<p>এব্যাপারে প্রিন্স আটার মালিক আকবর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.