আমাদের কথা খুঁজে নিন

   

হারাধনের আর এক কান্ড

এই নেট ব্যাপারটা কি তুমি আমায় একটু বুঝিয়ে বলবে? হারুদার সরলতা দেখে মুগ্ধ হয়ে যাই আমি। আজকাল সবাই যেখানে বোঝাতে চায় সেখানে হারুদা এসেছে বুঝতে তবে মুখ দিয়ে বেশ অ্যালকোহলের গন্ধ বেরুচ্ছে দেখে আমি আবার একটু হতাশ হয়ে পড়ি। এই সুযোগে ফিরোজ হারুদার উপর প্রভাব বিস্তার করতে চায়।
নেট মানে জাল বুঝলেন দাদা। ফিরোজ কৌতুকের সুরে বলে।


জাল? তার মানে নকল? ভাঁওতা? হারুদা অসহিষ্ণু হয়ে ওঠে।
ভাঁওতা জাল নয় ছড়ানো জাল। ফিরোজ আবার মন্তব্য করে। এই ছেলেটা একবার হারুদার মত কাউকে পেলে সহজে নিষ্কৃতি দেবেনা। কি হচ্ছে ফিরোজ? আমি গম্ভীর হয়ে বলি।


কি হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না? জালের মানে সংশোধন করা হচ্ছে।
তারমানে কম্পিউটার ব্যাপারটাই একটা ভাঁওতা? হারুদা বেশ চিন্তায় পড়ে যায়।
সেই বলে ভাঁওতা? আপনাকে তো বলা হল এটা একটা আঁশ, আঁশ ব্যাপার, একটার সঙ্গে একটার জোড় তার সঙ্গে আর একটার জোড় এইরকম ব্যাপার।
বুঝতে পেরেছি সব টাওয়ারের মাধ্যমে হবে।
হারুদার মুখে টাওয়ার শুনে ফিরোজ রেগে যায় হঠাৎ টাওয়ার কোত্থেকে এল?
এখনও আসেনি।

এসে যাবে, আমার জায়গায় বসবে। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। হারুদা আমাদের আশ্বস্ত করে।
কথা? কার সঙ্গে কথা হল? কবে হল কথা?
মন্টু ব্যনার্জির সঙ্গে। মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া পাবো ভাবতে পারো? প্রমোটারি ব্যবসা ছেড়ে পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাব।


ফিরোজ এসব শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে।
হারুদা হেসে বলে এখনই হয়েছে কি? শুনবে আর জ্বলবে আর লুচির মত ফুলবে। এই বলে খুশী মনে ফিরোজের থুত্‌নী ধরে নাড়া দেয় হারুদা। তবে তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। সরকারী ব্যাপার কিনা।

পনের হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেসন করতে হবে। সে আমি দিয়ে দিয়েছি। আজই দিলাম। কালকের মধ্যে সব পাকা হয়ে যাবে।
আমি আকাশ থেকে পড়ি।

কি বোকা তুমি! আমাদের কাউকে জিজ্ঞাসা না করে একটা উটকো লোককে পনের হাজার টাকা দিয়ে দিলে?
উটকো কেন হবে? ওই তো ওয়ার্লড নেট কানেকশনের জেনারেল ম্যানেজার। এই লম্বা- চওড়া; ম্যানেজার হিসেবে মানায় বটে!
ও হারু তুই কি সর্বনাশ করলি বাবা! বলে ফিরোজ চিৎকার করে আর হারুর মুখটা কঠিন বাস্তবতা উপলদ্ধি করে শুকোতে থাকে। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।