আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে আপনার পি.সি.-কে লোকাল হোস্টে রূপান্তরিত করবেন।

লিখতে অলসতা লাগে।

সম্মানিত পাঠকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে ওয়েব সাইট, ব্যক্তিগত ব্লগ ও অন্যান্য সাইটের সংখ্যা।

আমার মনে হয় যারা এই পোস্টটি পড়ছেন তারা সবাই চাচ্ছেন আপনার ব্যক্তিগত একটি ওয়েব সাইট কিংবা ব্লগ থাকুক। আর বর্তমানে ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে CMS (Joomla, Wordpress, Drupal etc.) এর জুড়ি নেই। তাই বর্তমানে প্রায় সব হোস্টিং প্রোভাইডাররাই CMS ব্যবহার করার সুবিধা দিচ্ছেন। আপনি যদি অনলাইন জগতে নিজের একটি রাষ্ট্র তৈরি করতে চান যেখানে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে একমাত্র আপনারই হাতে তবে সে ক্ষেত্রে নিজস্ব ডোমেইন ও হোস্টিং-এর বিকল্প নেই। আর CMS হিসেবে হয়তো আপনি Joomla কিংবা Wordpress-কেই বেছে নিবেন।



আমি মূলত জুমলা কিংবা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছি না। এ নিয়ে অনেক অভিজ্ঞ টিউনাররা টিউন করেছেন, করে যাচ্ছেন এবং করে যাবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যদি চিন্তা করে থাকেন নিজেই একটা ব্লগ কিংবা ওয়েব সাইট তৈরি করবেন। তবে প্রথমে হোস্টিং কিনে সেখানে CMS ইনস্টল করে প্রাক্টিস না করে নিজ কম্পিউটারে প্রাক্টিস করুন। যদিও অনলাইনে অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডার পাওয়া যায়।

তারপরও বলবো আপনি প্রথমে আপনার কম্পিউটারে প্রাক্টিস করুন। কারণ, বাংলাদেশের যে নেট স্পিড তাতে আপনি নিজ কম্পিউটারে ১ ঘণ্টায় যে পরিমাণ কাজ করতে পারবেন অনলাইনে তা করতে আপনার একদিন সময় লেগে যাবে। তাই বলছি সময় বাঁচাতে কম্পিউটারে প্রাক্টিস করুন।

তবে আপনি চাইলে নিশ্চয়ই এখনই প্রাক্টিস শুরু করতে পারবেন না। তার জন্য প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল হোস্টে পরিণত করতে হবে।

এর জন্য প্রয়োজন হবে লোকাল হোস্ট তৈরি করার একটি ‍সফটওয়্যারের। XAMPP হচ্ছে এমন একটি সফটওয়্যার। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Download XAMPP

কীভাবে করবেন:

১. প্রথমে আনজিপ করে সফটওয়্যারের আইকনের ওপর ডাবল ক্লিক করুন।

২. এরপর Next-এ ক্লিক করুন।



৩. এখন আপনি যে লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন সেই লোকেশন ঠিক করে দিন। তবে ডিফল্টভাবে এটি C ড্রাইভ সিলেক্ট করা থাকে। আপনিও এটাই রেখে দিন এবং Next-এ ক্লিক করুন।

৪. এবার Finish বাটনে ক্লিক করুন। ম্যাসেজ আসলে Yes করুন।

নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

৫. যদি না দেখতে পান তবে Apache ও MySql-এর Start বাটনে ক্লিক করে রান করান।

৬. Congratulations! আপনি কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

লেখাটি প্রথম এখানে প্রকাশিত। পোস্টটি আমার নিজস্ব ব্লগের How to I make my PC as a local host server এর ভাবার্থ অনুবাদকৃত।

ভুল হলে ক্ষমা করবেন। যদি কাজ না করতে পারেন তবে মন্তব্য আকারে জানাবেন। আপনাদের যদি সময় থাকে আর আমার পোস্টটি একটুও উপকার করে থাকে কিংবা ভালো লেগে থাকে তবে যদি সম্ভব হয় আমার ব্লগটি ঘুরে দেখতে পারেন। www.janlewala.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.