আমাদের কথা খুঁজে নিন

   

চৈতন্য হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিহত মেজবাউর রহমান (৪২) অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রমজান আলী বিশ্বাসের ছেলে। তিনি ছিলেন চৈতন্য মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি।

অভয়নগর থানার ওসি খবির উদ্দিন মোল্যা জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মালোপাড়ার পাশে শালবনে এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।

মেজবাউরের প্রধান সহযোগী ও ওই মামলার আরেক আসামি রবিউল হোসেন (৩০) গত ১ ফেব্রুয়ারি অভয়নগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

অভয়নগরের ওসি বলেন, “মেজবাউর তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে শালবনে বৈঠক করছে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে গুলিবিদ্ধ হয় মেজবাউর। ”

গুলিবিদ্ধ মেজবাউরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

গত ২৬ জানুয়ারি অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক চৈতন্য কুমার মণ্ডলকে মাগুরা বাজারে কুপিয়ে ও বোমা মেরে হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মেজবাহ বাহিনীর ‘সন্ত্রাসীরাই’ তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।  

মেজবাউরের বিরুদ্ধে সাতক্ষীরার একটি গণডাকাতিসহ বিভিন্ন থানার অন্তত সাতটি হত্যা মামলা রয়েছে বলে জানান ওসি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।