শ্রীলংকা আর বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে কিছু বলব না। কারন এখানে বাংলাদেশের অবস্থা আর মেয়ে মানুষের মন বুঝা একই রকম। কোনকিছুই আগে থেকে অনুমান করা যায় না। তবে এটা ঠিক যে শ্রীলংকা নিঃসন্দেহে খুব ভাল খেলে, খুবই ভাল। একবার মাঠে নামতে পারলে যেন পায়ের নিচে দিয়ে শিকড় গজায়ে যায়, মাঠ থেকে নামতেই চায় না একদম।
তারপরও তাদের সাথে আমরা একটা টেস্ট ড্র করতে পারছি। এমন আহামরি কিছু না হলেও অন্তত খারাপ বলা যাবে না।
আর শেষ দুইটা টিটুয়েন্টির কথা আর কি বলব! প্রচন্ড রকমের মানসিক উত্তেজনা নিয়ে ম্যাচের একদম শেষ বলটা পর্যন্ত অপেক্ষা করতে হইছে কি হয় দেখার জন্য। হ্যাঁ, আমরা হারছি। তবে খারাপ খেলে হারি নাই, এটা মানতেই হবে।
১৬৯ রানের টার্গেটের পেছনে ছুটে আমরা শেষ বল পর্যন্ত বিপক্ষ দলকে চাপে রাখছি, শেষ বলটায় ওই বাংলাদেশী থার্ড আম্পায়ার যদি 'অতি নিরপেক্ষতা' না দেখাইত তবে সেদিন জয়টা আমাদেরই ছিল। আবার আজকে আমরা খারাপ ব্যাটিংয়ের কারনে ১২০ রান করেও বিপক্ষ দলকে কিন্তু ভাল খেলতে দেই নাই। শেষ বলটা পর্যন্ত চাপে থাকতে হইছে, জয়ের জন্য অপেক্ষা করতে হইছে। দুইটা ম্যাচেই হাড্ডা-হাড্ডি লড়াই হইছে। খেলা দেখে একদমই বুঝাই যায় নাই যে র্যাঙ্কিংয়ের ১ নাম্বার আর ১০ নাম্বার দলের মধ্যে খেলা চলতেছে।
তবে, এই খেলা দেখে ক্রিকেটের ওই তিন 'সো কল্ִড মোড়ল' কতটুকু কি বুঝল জানি না, তবে শ্রীলংকা নিশ্চই বুঝতে পারছে যে ১০ নাম্বার দল বলে বাংলাদেশকে আর ছোট করে দেখা ঠিক হবে না! এই বাংলাদেশ দলটা যে এখন কি 'জিনিস' হয়ে দাঁড়াইছে তার প্রমান অনেক বড় বড় দলই অলরেডি পাইছে। আশা করি সামনে সে সংখ্যার ঝুলিটা আরও ভারি হবে।
হ্যাট্ִস অফ বাংলাদেশ ক্রিকেট টিম। পাশে আছি সবসময়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।