আমাদের কথা খুঁজে নিন

   

তালেবানি পাকিস্তান ও হেফাজতি বাংলাদেশ



১.পাকিস্তানি পার্লামেন্টে হোম মিনিষ্টার চৌধুরী নিসার আলীর বক্তব্যের মধ্যদিয়ে জামায়াত-পাকিস্তান সম্পৃক্ততা বিষয়ে যেমন জনসম্মুখে স্পষ্ট হয়ে গেছে, তেমনি শেখ জাওয়াহিরির ভিডিও বার্তার মধ্যদিয়েও হেফাজত-আল কায়েদা সখ্যতা প্রকাশ্য হয়ে গেল । যে কোন ঘটনা ঘটে যাওয়ার পর সেটিকে স্রেফ বিরোধীপক্ষের ষড়যন্ত্র বা অপপ্রচার বলে মুখরক্ষার কৌশলটা যেমন একটা খুব পুরোনো প্রচেষ্টা, তেমনি রাজনীতিতে ধর্মকে নিয়ে খেলা করাও খুব পুরোনো পদ্ধতি । যে অঞ্চলে যে ধর্মীয় বিশ্বাসীদের প্রাধান্য বিদ্যমান সে অঞ্চলে সেই ধর্মকে কাজে লাগিয়েই রাজনীতির সাপ-লুডু খেলা এগিয়ে চলে । এটি যে শুধু একপক্ষ করে মোটেও তা কিন্তু নয়, এতে দুই পক্ষেরই চরম সুবিধা আছে ।
২.বাংলাদেশে যা চলছে, তা হলো বিরোধী গোষ্ঠীগুলোর উপর শাসক শ্রেণীর একচেটিয়া জেল জুলুম অধিকারহানি ও অত্যাচার ।

জনআস্থা বিবর্জিত যেকোন শাসকের বিরোধী পক্ষগুলোর উপর নানামূখি চাপ সৃষ্টি করে টিকে থাকায় থাকে একমাত্র উপায় । অথচ সেটিকে এক বিশেষ ধর্মের উপর নির্যাতন বলে চালিয়ে দিয়ে ধর্মীয় সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে জাওয়াহিরিরা যা করতে চায় তা কারোরই অজানা নয় ।
৩.বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র; এ অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, জয় পরাজয়ের সুদীর্ঘ ইতিহাস আছে । যে ভবিষ্যতের পথে হাটতে হাটতে বাংলাদেশ আজ এ পর্যন্ত এসে পৌছেছে তাই এদেশের অতীতের ইতিহাস যা অন্য সবার থেকে আলাদা । এ অঞ্চলের রাজনৈতিক চেতনা ও রাজনীতিক তৈরী হবে এখানকার মাটি থেকেই ।

রাজনীতিবিদরা এদেশে রাজনীতি করবে এখানকার মানুষের আশা-আকঙ্খা বাস্তবায়নের তাগিদে । তাই যারা এদেশে তালেবানি আবর্তে, হিন্দুস্তানি আচ্ছাদনে, পাকিস্তানি লেবাসে, মার্কিন মোড়কে কিংবা চীন-রাশিয়ান চক্রান্তে রাজত্ব করার স্বপ্ন দেখে তাদের সম্পর্কে সতর্ক ও সচেতন হওয়ার সময় দিন দিন শেষ হয়ে আসছে । শেষ সময়েও যদি আমরা সজাগ না হতে পারি তাহলে এর পরিণতি বরণ করতে হবে এদেশের সাধারন খেটে খাওয়া মানুষদেরকেই যারা ভূরাজনীতির মারপ্যাচ বোঝে না; সাম্রাজ্যবাদ, উপনেশিকতাবাদ, আগ্রাসনবাদের মতো শক্ত শব্দে পরিচিত না হলেও যারা চিরকালই এগুলোর স্বীকার; উৎপাদনের মূলে অবস্থান করেও অভুক্ত থাকে যাদের উদর; যাদের ধর্ম ভিরুতাকে পুজি করে ধর্মীয় ভন্ডামো চলছে বহুকাল ধরেই ।
৪.না, আমি উগ্র জাতীয়তাবাদের বুলি আওড়াচ্ছি না । জীর্ন স্বদেশিকতাবাদের বিষবাষ্পও ছড়াচ্ছি না ।

আমি আগ্রাসী অপশক্তির গ্রাসের হাত হতে আমার অঞ্চল ও ভূমিকে বাঁচানোর কথাই বলছি মাত্র । গোলকায়নের যুগে বিশ্ব এগিয়ে যাবেই, মানুষের মনন, চিন্তা ও চেতনাতেও বৈশ্বিক হাওয়া লাগবেই কিন্তু নিশ্চয়ই তা হতে হবে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার ও জাগরিত রাখার মধ্যদিয়ে । আগ্রাসী অপশক্তির কাছে নিজের রাষ্ট্র ও রাজনীতিকে জিম্মি করে অন্ধ কুবার্তা ও সংস্কারে কোনক্রমেই নিজে আচ্ছন্ন হয়ে নয় । ।

(এ ইউ জেড প্রিন্স)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.