আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা খুঁজছি তোমায়..

ভালবাসা খুঁজছি তোমায়
শক্ত দু’টো হাতের সন্ধানে ছুটছি সকাল থেকে সন্ধ্যায়,
হতাশার পাহাড় থেকে বেদনার সমুদ্রে, তলিয়ে যেতে যেতে
কেউএকজনএগিয়ে আসবে ভালবাসার এক পশলা ‍বৃষ্টি নিয়ে।
ক্ষুদ্র ক্ষুদ্র অপ্রত্যাশিত ঘটনা,বিষাদময় করে তোলে জীবন।
বেঁচে থাকা না থাকা আশা দোদুল্যমান ঘূর্ণিবার্তায় দুর্গমপথে হোচট খায়।
ভালবাসা নিয়ে আসবে কেউ একজন,পাগলা হা্ওয়ার মতো,
আমি নুরি কূড়াবো চঞ্চল হাতে কোটি কোটি শ্লথ পায়ে।
আসেনি আপেক্ষায় কেটেছে মধ্যরাত,কত বসন্ত, সময়, মিনিট।
আজো পাইনি আমার জন্য তোলে রাখা বরাদ্রকৃত ভালবাসা।
ভালবাসা কে খুঁজছে অহরহ সকাল, সন্ধ্যা ,দুপর
অথচ সুখ- স্বাচ্ছন্দের বিনিময়ে একরাশ দু:খ পেলাম।
কেড়ে নিয়েছেন ভাগ্য বিধাতা সব
এখনো পাইনি শক্ত হাতের কঠিন বাঁধন তলিয়ে যেতে যেতে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.