আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চার জন্ম দিল বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি

বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি উইসডম ডিম ফুটিয়ে জন্ম দিল বাচ্চার। উইসডম পাখি 'দ্য লেইসান এলবাট্রস' প্রজাতির অন্তর্গত। এর বয়স ৬৩ বছর। আর এ বয়সে পাখিটি ৩৫তম বারের মতো মা হয়েছে। এ মাসের শুরুতে হাওয়াই ও জাপানের মধ্যবর্তী মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফ্যুজি-তে পাখিটি ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দেয়।

১৯৫৬ সালে বিজ্ঞানীরা প্রথম এ পাখিটির দেখা পান। সে সময় থেকে এখন পর্যন্ত এটা প্রায় ৩ মিলিয়ন মাইল পথ অতিক্রম করেছে ডানায় ভর করে। গবেষকরা জানান, গত ৯০ বছরের জানা ইতিহাসে এ পাখিটিই সবচেয়ে বয়স্ক পাখি ও গত ৩০ বছর যাবত টানা ডিম পেড়ে চলেছে।

সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ডিম ফুটে বাচ্চা জন্ম নেয় ও এটা বেশ সুস্থই আছে। তবে অদ্ভুত বিষয় হচ্ছে 'দ্য লেইসান এলবাট্রস' প্রজাতির পাখিরা সারাজীবনে একটিমাত্র সঙ্গীর সঙ্গেই মিলিত হয় ও প্রতিবারে মাত্র একটি ডিম পাড়ে।

বিজ্ঞানীরা দ্বিধায় ভুগছেন এই ভেবে যে, 'উইসডম' নামের এ এলবাট্রস পাখির সঙ্গী কি একটিই নাকি একাধিক! 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।