সৃষ্টিশীল
কোনো এক গ্রামের এক গৃহবধূ সকালবেলা বিলাপ করছেন। ও আল্লাহ, আল্লাহ গো তুমি কেমনে এত পাষাণ অইলা গো! বধূটি সমানে বুক চাপড়াচ্ছেন। বিলাপের কী কারণ? রাতে তাঁর মুরগির একটা বাচ্চা মারা গেছে।
বিলাপ শুনে প্রতিবেশী এক নারী এসে তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। ও বুবু কর কী! চৌক্ষের পানি আর ফেলবা না।
আল্লাহ নারাজ অইব। এইটুক একটা মুরগির বাচ্চা মরছে, এতে অত কান্দনের কি আছে, কও?
এবার সেই গৃহবধূ বিলাপ থামিয়ে আতঙ্ক ও ক্রোধ মেলানো গলায় বলেন, তরে কইছে আমি মুরগির বাচ্চার শোকে কান্দি। আজরাইল যে আমার বাড়ি চিইন্যা গেছে, এইডার কী অইব?
(গল্পটা অতি পুরোনো। অনেকেরই জানা। এরপরও এক বন্ধু এই গল্প শুনিয়ে আমার বলল, মানলাম এই দেশে মানুষের অভাব নাই।
এর থেকে প্রত্যেক দিন কিছুসংখ্যক মানুষ ঘরে-বাইরে (রাস্তাঘাটে, কলকারখানায়) মরবে, খুন হবে। তাতে কী? তবে খারাপ লাগে কী ভেবে শুনবি? সবার মনে একটা ধারণা পোক্ত হচ্ছে, এদেশে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করলেও, কোনো কাঁচকলা হয় না। সামনে যে কী আছে আল্লাহই মালুম। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।