পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গতকাল বিকালে সরকারী গাছ কেটে ট্রলার যোগে নৌপথে যাওয়ার সময় ২ বনদসু্য আটক হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ইউনিয়নের বন কর্মকর্তার আওতাধীন চর নজির কেওরা বাগানে।
ঘটনাসুত্রে যানা যায়, ভোলা জেলার লালমোহন থানার বনদস্যুরা উক্ত কেওরা বন থেকে দিবালোকে গাছ কেটে পাচার করার সময় স্থানীয় শহিদুল হাং ও রুবেল মুন্সী বনদস্যু শাহিন ও নূরুকে গাছের ট্রলার সহ আটক করে বন কর্মকর্তা অবনী বাবুর কাছে নিয়ে যায়। পরবর্তীতে গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় মো: শহিদুল খন্দকার ও গাছ আটককারীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে শহিদুল খন্দকার গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের কর্মচারী মো: নিপু গাছ কাটার ব্যাপারে সার্বিক সহযোগীতা করেছেন। বন কর্মকর্তা অবনী বাবুর কাছে জানতে চাইলে তিনি জনান, এরা আমার সাথে কোন আলোচনা না করে অবৈধ ভাবে গাছ কেটেছে, তাই তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।