দাম্পত্য কলহের জেরে পটুয়াখালীর গলাচিপায় ২সন্তানের জননী সালমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী বেল্লাল মেলকার।
গতকাল রাত ১১টার দিকে আহত সালমাকে এলাকাবাসী উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে আজ ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই দিন মজুর স্বামী বেল্লাল মেলকারসহ তার বাড়ীর স্বজনরা পলাতক রয়েছে।
নিহত সালমা দশমিনা উপজেলার রামবল্লভপুর গ্রামের মোতাহার সর্দারের মেয়ে। তাদের সংসারে শারমিন আক্তার (১৪) ও ফারজানা (২) বছরের কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের দোয়ানি-পটুয়াখালী গ্রামের মাটিয়াল (দিনমজুর) বেল্লাল মেলকারের সঙ্গে সালমার বিয়ে হয়। বিভিন্ন সময় সালমাকে যৌতুকের দাবীতে নির্যাতন করতো বেল্লাল। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেল্লাল ধাঁরালো বঁটি দিয়ে কুপিয়ে সালমার ডান হাতের হাড় কেটে চামরার সাথে ঝুলিয়ে ফেলে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় সদর থানা পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির চন্দ্র কর্মকার জানান, সালমার মৃত্যুর খবর লোকমুখে শুনেছেন, পটুয়াখালী হাসপাতালে তাকে রাতেই ভর্তি করা হয়েছে। এর বেশী তিনি কিছু জানেননা। মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেন ওসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।