আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে আসছেন না রাইডার

এর আগে অকল্যান্ড টেস্টের আগের রাতে তিনটা পর্যন্ত পানশালায় থেকে মদ্যপান করার শাস্তি হিসেবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন ২৯ বছর বয়সী রাইডার।

জাতীয় দলের নির্বাচক ব্রস এডগার রোববার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সাংবাদিকদের জানান, তিনি এবং কোচ মাইক হেসন রাইডারের প্রস্তুতিতে সন্তুষ্ট নন। তাই তাকে বাদ দেয়া হয়েছে।

তারা মনে করেন, কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার ক্ষেত্রে চরিত্র বিবেচনা করাটাও গুরুত্বপূর্ণ।

গত অগাস্টে ডোপ টেস্টে ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছিলেন ২৯ বছর বয়সী রাইডার।

তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন অনেকের মতেই নিউজিল্যান্ডের অন্যতম প্রতিভাবান এই ব্যাটসম্যান। এরই মধ্যে গত মার্চে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হন তিনি।

এডগার জানান, ২০১২ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা কেন উইলিয়ামসনকে রাইডারের জায়গায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলানোর কথা বিবেচনা করা হচ্ছে।

দলের রাখা হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোটের কারণে কয়েকটি সীমিত ওভারের ম্যাচ খেলতে না পারা বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে। দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার রনিল হিরা ও অলরাউন্ডার অ্যান্টন ডেভসিচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, অ্যান্টন ডেভসিচ, মার্টিন গাপটিল, রনিল হিরা, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মানরো, জিমি নিশাম, লুক রনকি, টিম সাউদি, রস টেইলর, কেন উইলিয়ামসন।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.