১৯৯৪ সালে দেশ থেকে বহিষ্কৃত হওয়ার পর কলকাতায় বসবাস করার ইচ্ছা ছিল তসলিমা নাসরিনের। কিন্তু ২০০৭ সালের নভেম্বরে কলকাতা ছাড়তে বাধ্য হন তিনি। কলকাতার লন্ডন স্ট্রিটের বাসায় তসলিমার সঙ্গী ছিল 'মিনু' নামের একটি বিড়াল। কিন্তু ভারত ছাড়ার সময় মিনুকে সঙ্গে নিতে পারেননি তিনি যে কারণে আজও বেদনায় ভারাক্রান্ত হয় তার মন। এবার এ মিনুকে নিয়ে স্মৃতিচারণ, অনুভূতি, আবেগ ছাপার অক্ষরে সংরক্ষণ করার আগ্রহ দেখিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
শনিবার টুইটারে এ কথা জানিয়েছেন তসলিমা নাসরিন। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা বলেন, আসলে সরাসরি মিনুকে নিয়ে কোনো লেখা চায়নি তারা। বলা হয়, আমি যেন ভিন্ন কিছু নিয়ে লেখালেখি করি। প্রয়োজনে বিড়াল নিয়েও লেখা যেতে পারে। তাই চিন্তা করছি মিনুকে নিয়ে কিছু একটা করা যায় কি না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মিনুকে ফ্রেমবন্দী করা হয়েছে। টালিউডের প্রখ্যাত পরিচালক কৌশিক গাংগুলি মিনুকে ঘিরে 'নির্বাসিত' নামক তথ্যচিত্র তৈরি করেছেন। - প্রতিদিন ডেস্ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।