আমাদের কথা খুঁজে নিন

   

বিড়াল, আমার বিড়াল...

আবীর শাকরান মাহমুদ

কিছুদিন আগে রিচার্ড গিয়ার এর Hachiko মুভিটা দেখলাম। মুভিটা এক কলেজ প্রফেসর আর তাঁর পোষা কুকুরের এক সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত। প্রতিদিন যখন তিনি জব থেকে বাসায় ফিরতেন, রেলস্টেশনে কুকুরটা গিয়ে তাঁর ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। একসময় প্রফেসর মারা গেলেন। কিন্তু, তাঁর মারা যাওয়ার পরও প্রতিদিন রেলস্টেশনে ঠিক বিকেল ৫টার সময় অপেক্ষায় দাঁড়িয়ে থাকত ওটা।

৯ বছর পরে নিজে মারা যাওয়ার আগ পর্যন্ত একদিনও এ কাজ কুকুরটার মিস হয়নি।

মুভিটা দেখেই ঢাকার বাসায় ফেলে আসা পোষা বিড়ালগুলার কথা মনে পড়ল। যারা আমাকে পার্সোনালি চিনেন, তারা জানেন, বিড়াল বলতেই আমি অজ্ঞান। আগে বাসায় কেবল একটাই বিড়াল ছিল। আর এখন প্রায় দেড় ডজনের মত আছে।

আর বিড়ালগুলোও কেমন কেমন করে আম্মাকে পটাইয়া ফেলে। এজন্য আম্মা যত বাচ্চা-কাচ্চা হয়, সবগুলিই রেখে দেয় এখন।
দেখতে দেখতে আম্মার আর আমার বিড়ালের কলেকশন এক্সপান্ড হচ্ছে মাসে মাসে।
যখন ওরা উঠানে একসাথে দৌড়া-দৌড়ি, কামড়াকামড়ি করে, কী যে কিউট লাগে!!

বাসায় থাকা দেড় ডজন বিড়ালের এক ব্যাচ এটা। এক রাতে তোলা।


এদের খুব মিস করতেসি হঠাৎ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.