নাজমুল ইসলাম মকবুল কালো বিড়াল নাজমুল ইসলাম মকবুল আব্দুল করিম হাছনের দেশে কালো বিড়াল আইলরে হায়রে দুধের সর সব খাইলরে কান্দে ভাটির মানুষরে হায়রে কান্দে দেশের মানুষরে।। বিলাইকে যতনে রাখলো দুধের সর খাবাইয়া তবু বিলাই লজ্জা দিলো চুরি করিয়া এই বিলাইকে ফেলতে হবে বস্তাতে ভরিয়ারে।। কালো বিড়াল কথা বলে ভেংচাইয়া ভেংচাইয়া ভাটি বাংলার মানুষ কান্দে কুল কিনার না পাইয়া দেশটা খাইলো সকল বিড়াল লুটিয়া পুটিয়ারে।। টপ টু বটম কালো বিড়াল খাবলা খাবলি করে কালো বিলাইর কালো থাবায় দেশের মানুষ মরে সকল বিলাই মিলে দেশের বারোটা বাজাইলরে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।