আমাদের কথা খুঁজে নিন

   

সিস্টেম ইনফরমেশন ইউটিলিটি

বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত হয় একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম। এগুলোর মধ্যে যেমনি রয়েছে নানা ধরনের প্রক্রিয়াকরণ ডিভাইস পাওয়ার সাপ্লাই ইউনিট, মাদারবোর্ড, প্রসেসর বা সিপিইউ, ভিডিও বা গ্রাফিঙ্ কার্ড, সাউন্ড কার্ড, টিভি টিউনার কার্ড (অপশনাল), নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (অপশনাল) প্রভৃতি তেমনি রয়েছে র্যাম, হার্ডডিস্ক ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ (সিডি/ডিভিডি-রম ড্রাইভ, সিডি/ডিভিডি রাইটার) প্রভৃতির মতো কিছু স্টোরেজ ডিভাইস। এদের সবই কম্পিউটার কেসের ভেতরে স্থাপিত হয়। আর বাইরে থেকে কি-বোর্ড, মাউস, স্ক্যানার (অপশনাল), মাইক্রোফোন ওয়েবক্যাম (অপশনাল) এর মতো ইনপুট ডিভাইস এবং মনিটর, প্রিন্টার, স্পিকার প্রভৃতির মতো আউটপুট ডিভাইস কম্পিউটার কোসের বিভিন্ন পোর্টে সংযুক্ত করে তৈরি করা হয় কম্পিউটার সিস্টেম। এসব বিষয় থেকে সহজে আপনার ব্যবহৃত কম্পিউটারের এঙ্টারনালি বা বাহির এর সিস্টেমের তথ্য জানতে পারবেন।

এছাড়া আপনি ইন্টারনালিও সিস্টেম সম্পর্কে জানতে পারেন। ইন্টারনালি সিস্টেম ইনফরমেশনের সাহায্যে আপনি হার্ডওয়্যার রিসোর্স, কম্পোনেন্টস, সফটওয়্যার এনভায়রনমেন্ট, ইন্টারনেট সেটিংস, অফিস অ্যাপ্লিকেশনসসহ মূল্যবান বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারেন। কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে বেসিক কিছু জ্ঞান থাকলে খুব সহজেই সমাধান করা সম্ভব। কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। এসব প্রযুক্তি বদলে দিচ্ছে জীবন ধারার চিত্র।

অগ্রগামী হচ্ছে মানুষের নিত্যদিনের কাজকর্ম। এ জন্য নিজে নিজেই সফটওয়্যারের বিভিন্ন সিস্টেম সম্পর্কে পারদর্শী হলে বাইরের কারোর সহযোগিতা প্রয়োজন পড়ে না। ঘরে বসেই একটু চেষ্টা করলে ছোট-খাটো সমস্যা সমাধান করা সম্ভব। তার মানে এই নয় যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সবকিছু নিজে থেকেই সমাধান করবেন। জটিল সমস্যা হলে অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাওয়া বাঞ্ছনীয়।

আপনি আপনার কম্পিউটারের সিস্টেম সম্পর্কিত তথ্য জানার জন্য উইন্ডোজের System Tools এর আওতাধীন System Information ইউটিলিটি ব্যবহার করতে পারেন। ডাটা ব্যাকআপ করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। 1. প্রথমে Start Menu তে ক্লিক করুন 2. তারপর Programs- Accessories-System Tools- System Information নির্বাচন করুন। 3. System Information নির্বাচন করার পর লক্ষ্য করুন System Information নামে উইন্ডো প্রদর্শিত হয়েছে। এই উইন্ডোর ডান দিকের অংশে সিস্টেমের যাবতীয় তথ্যাদি প্রদর্শিত হবে।

৪. আগত উইন্ডোর বাম দিকের তালিকা হতে + চিহ্ন ক্লিক করলে সেটি এঙ্পান্ড হবে। আগত তালিকা হতে প্রয়োজনীয় হার্ডওয়্যার রিসোর্স, এনভায়রনমেন্ট, ইন্টারনেট সেটিংসসহ ইত্যাদি বেশ কিছু আইটেমের সাব আইটেম হতে আপনি বিস্তারিত জরুরি তথ্য পাবেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.