সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি পি সদাশিভমের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ মামলার তিন আসামি সাঁথন, মুরুগন ও পেরারিভালন এর আগে ক্ষমা প্রার্থনা করলেও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় তারা মৃত্যদণ্ডের সাজা কমানোর এই আবেদন করেছিলেন।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কংগ্রেস নেতা রাজীব গান্ধী।
ওই ঘটনায় ১৯৯৮ সালে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফাঁসির আদেশ বহাল থাকে।
এরপর আসামিরা ২০০০ সালে সরকারের কাছে ক্ষমাপ্রার্থণা করলেও ১১ বছর তা ঝুলে থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।