আমাদের কথা খুঁজে নিন

   

‘ওয়ার্ড বয়’ দিয়ে অস্ত্রোপচার: রামেক পরিচালক-রেজিস্ট্রারকে তলব

একইসঙ্গে ‘যথাযথ ব্যক্তিদের দিয়ে’ অস্ত্রোপচার নিশ্চিত ও তদারক করতে সব হাসপাতালের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলেছে আদালত।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রেজিস্ট্রারকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হয়ে ওই অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

আর স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিবকে ‘যথাযথ ব্যক্তিদের দিয়ে’ অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এছাড়া ওয়ার্ড বয় দিয়ে ‘অপারেশন’ চালানোর অভিযোগ তদন্তে এক সপ্তাহের মধ্যে একটি কমিটি করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

ওই কমিটিকে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সব হাসপাতালে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ‘অপারেশন থিয়েটার’ নিশ্চিত করারও আদেশ দিয়েছে আদালত। আদেশ বাস্তবায়ন করে তিন বিবাদিকে দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে।

দুই বাদি আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়ার পক্ষে মনজিল মোরসেদ গত সোমবার এই রিট আবেদন করেন। ‘অপারেশনের ছুরি-কাঁচি ওয়ার্ডবয়দের হাতে’ শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি প্রতিবেদনও আবেদনে যুক্ত করা হয়।

ওই আবেদনের প্রাথমিক শুনানি করে একটি রুলও জারি করেছে আদালত। হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নত-নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা/ব্যর্থতা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

পাশাপাশি ‘সার্জন’ ছাড়া অন্য কেউ যাতে অপারেশনে অংশ নিতে না পারে- সে জন্য বিবাদীদেরকে কেন পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি/সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রেজিস্ট্রারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.