আমাদের কথা খুঁজে নিন

   

নীলফামারীর ৩ উপজেলার অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম দফার উপজেলা নির্বাচন আজ বুধবার নীলফামারীর জলঢাকা, ডিমলা ও সৈয়দপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নীলফামারীর তিন উপজেলার ২২৭টি কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও বাকি ৪৬টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

তিন উপজেলায় মোট ৫ লাখ ৪৭ হাজার ৬৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১০ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অধিকাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। র‌্যাব, পুলিশ ও আনসারের পাশাপাশি প্রচুর সেনা টহল জোরদার রয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।