আমাদের কথা খুঁজে নিন

   

দেখতে গেলেই গলায় ফাঁস!

অনলাইন.কম ব্যবসায়ীদের চটকদার ছবি এবং হেডিং ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই উটকু ব্যবসায়ী জালে আটকা পড়ছেন তা যারা জানেন না তারা এখন থেকে সাবধান! কারণ ফেসবুকে এখন পরিবারের অনেক সদস্যই আপনার আমার বন্ধু লিস্টের সদস্য। একজন আরেকজনের চলাফেরা-গতিবিধি, রুচিবোধ, আকাক্সক্ষা-উচ্চাকাক্সক্ষা, ভালো-মন্দ জানা হয়ে যাচ্ছে। মনে করুন আপত্তিকর, বেমানান কোন খবর কিংবা ছবি আপনার যেকোনো সদস্য তা দেখার ইচ্ছা পোষণ করল। কোথাও কোনো লাইকে টিক না দিয়েও শুধুই দেখার অপরাধস্বরূপ সেই নিইজ বা ছবিটি সাথে সাথে আপনার ট্যাগ হয়ে ছড়িয়ে দিচ্ছে বিশ্বময় যে, ছেলেটি কি রুচির। অথচ ¯্রফে দেখার ইচ্ছাতেই ওখানে যে কেউ ডুঁ মেরেছিল।

জানতে গেলেই যে গলায় ফাঁস হয়ে ঝুলবে তা আমরা এখনও অনেকেই জানি না। এই একটু আগেই আমার বড় ভাইয়ের ছেলে একটা অনলাইনের কিছু তথ্যসমৃদ্ধ খবরাখবর জানতে ঢুঁ মেরে এল তা এখন দেখতে পাচ্ছি। এমনও তো হতে পারে যে, কারসর ঘুরতে ঘুরতে অজান্তেই টিক পরে গেল কোনো আপত্ত্কির বিষয়ে। তাই বলে আমার ব্যক্তিস্বাধীনতাকে গোপনে ধারণ করে তা সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে তা মানা যায় না। প্রতিটি মানুষেরই জানার অধিকার আছে।

জানতে গেলেই ট্যাগ করা হবে তা মানতে পারছি না। এটা এক ধরনের জালিয়াতি অনলাইন ব্যবসায়ীদের।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.