আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
১২৫ রানে ছিল ২ উইকেট আর এখন??? ১৭০ রানে অলআউট!!! কি বলব বুঝতে পারছি না। কোথায় ইজিলি জেতার কথা ছিল আর এখন কোয়ালিফাইটাই করতে পারল না!!! কোয়ালিফাই করতে ইন টোটাল ২৩১ রান করতে হত আর জিততে হলে ২৪৫!
বলছিলাম বাংলাদেশী যুবাদের কথা। দুরন্তভাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু করা একদল তরুনের কথা।
আফসোস তারাও বড়ভাইদের দেখানো পথেই হাটল। হয়ত আমাদেরই ভুল ছিল। তাদের নিয়ে এতটা এক্সপেক্টেশন থাকা বোধ হয় ঠিক হয়নি। একটু বেশিই আকাশে উড়ছিলাম আর তার চেয়েও বেশি আত্মতুষ্টিতে ভুগছিলাম। থাক... দোষটা কাদের সে হিসেবে আর যাচ্ছি না।
নাহ মন খারাপ লাগছে না। কারণ এসব দেখে তো অভ্যস্তই হয়ে গেছি। বুকের বামপাশটায় কেবল একটু চিনচিনে ব্যাথা অনুভব করছি। তারপরও আমার মত ভুদাই দর্শকদের স্বপ্ন দেখা শেষ হবে না। আল্লাহ বাঁচায় রাখলে কাল সকালে ঠিকই আজ সারাদিন মাটি করে জোগাড় করা টিকিটটি নিয়ে মিরপুরে দৌড় লাগাব।
কটকটে রোদে বসেই হয়ত তীরে এসে তরী ডুবানোর আরেকজন রাজসাক্ষী হব। ফিরে আসার সময় নির্লজ্জ বেহায়া মনটা আবারো চুপিসারে বলে উঠবে Better luck next time tigers...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।