I
আমাকে মারবেন না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কোন অপরাধ করিনি..
কথা গুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ল রিয়াদ।
কিন্তু পুলিশের তাতে কি আশে যায়, কান্নার শব্দে সে যেন নতুন করে উৎসাহ পাচ্ছে, আঘাতের পর আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়ছে সারা শরীর থেকে, এক সময় অত্যাচার সইতে না পেরে জ্ঞান হারালো সে।
তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে, চতুর্থ দিন চলছে,চরম নির্যাতন করা হয়েছে তার উপর। ইলেকট্রিক শক থেকে শুরু করে রাবারের বিশেষ ধরনের বেল্ট দিয়ে বার বার ক্ষত বিক্ষত করে দেয়া হয়েছে তার শরীর।
বেশ কয়েকবার আজ্ঞানও হয়ে গিয়েছিল সে।
জ্ঞান ফেরার পর আবার চলে নির্যাতন।
শুধু সে নয়, রিমান্ড নেয়ার এই ঘরে যে কত যুবককে পঙ্গু করে দেয়া হয়েছে তা আল্লাহ ছাড়া কেও জানে না।
অনেক সময় পর আবার জ্ঞান ফিরলো তার, বিশ্রাম ছাড়াই আবার বসানো হলো চেয়ারে।
এবার পুলিশ নরম সূরে বলল, যদি তুই শিবির ছেড়ে দিস তাহলে তোকে রিমান্ড থেকে মুক্তি দেয়া হবে, অন্যথায় রিমান্ড বাড়ানো হবে।
শান্ত অথচ দৃঢ় কন্ঠে রিয়াদ বলল,
যদি আজ তোমরা এই অন্ধকার ঘরে আমাকে মেরেও ফেল জেনে রেখ যে দ্বীনের পথে আমি চলছি তা থেকে একবিন্দু সরে দাড়াব না।
আল্লাহূ আকবার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।