আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি: তাই কি?



ইদানীং একটি ভারতীয় সিনেমা নিয়ে বেশ মাতামাতি চলছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ করা হচ্ছে। আমি বুঝি না হঠাৎ করে ভারতের বিরুদ্ধে কেন আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিনতাইএর আভিযোগ! বস্তুতঃ তারা ৭১-এই এই যুদ্ধ তাদের নামে নথিভুক্ত করেছে এবং এটাই সত্যি! কাজেই ৪ দশক পরে কোন ভারতীয় পরিচালক তাদের দেশের লিখিত ইতিহাস অনুযায়ী কোন চলচিত্র তৈরী করলে তাতে তার কোন দায় নেই।

যে দলিলের (Instrument of Surrender) মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন এবং আমাদের স্বাধীনতা প্রাপ্তি, সেই দলিল দ্বিপাক্ষিক (ভারত-পাকিস্তান), ত্রিপাক্ষিক (বাংলাদেশ-ভারত-পাকিস্তান) নয়! যদিও জেনেরাল অরোরা স্বাক্ষর করেছেন ভারত এবং বাংলাদেশ বাহিনীর নামে ‘General Officer Commanding in Chief’ হিসেবে।

বাংলাদেশের পক্ষে সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন এয়ার কমোডর এ.কে. খন্দকার (Deputy Commander-in-Chief of the Bangladesh Armed Forces)।

তিনি একজন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি সম্ভবত সিভিল ড্রেসে ছিলেন।



আমাদের কাছে গ্রহণযোগ্য একটি যথাযথ আত্মসমর্পণের দলিল হিসেবে সেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনেরেল এম এ জি ওসামানীর উপস্থিতি এবং দলিলে বাংলাদেশ পক্ষে তাঁর স্বাক্ষর থাকা উচিত ছিল। অর্থাৎ দলিলটি ত্রিপাক্ষিক হওয়া উচিত ছিল; দুঃখজনক হলেও সত্য মোটেও সেরকম নয়। স্বাক্ষর অনেক দূরের বিষয়, তিনি সেখানে উপস্থিতই ছিলেন না। কেন তিনি সেখানে ছিলেন না তার কোন সদুত্তর নেই ।

তবে এই লেখা (Mystery Behind Gen. Osmani’s Absence at the 1971 Surrender Ceremony) থেকে কিছুটা ধারণা পেতে পারেন - Click This Link

জ্ঞাতার্থে জানাচ্ছি প্রথম ত্রিপাক্ষিক চুক্তিটি হয়েছিল ১৯৭৩ সালে সেটি Delhi Agreement নামে পরিচিত, বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডঃ কামাল হোসেন। ‘ Instrument of Surrender’ এবং ‘Delhi Agreement’ এর মাঝে আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি হচ্ছে ‘Simla Agreement’। Simla Agreement-ও দ্বিপাক্ষিক ছিল।
১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ Indo-Pakistani War of 1971 বা এই জাতীয় কাছাকাছি কিছু নামেই অনলাইনে পাবেন। ভারতীয় ওয়েবসাইট তো বটেই, এমনকি উকিপিডিয়াতেও উল্লেখটি নিম্নরুপ:
“The Indo-Pakistani War of 1971 was the direct military conflict between India and Pakistan during the Bangladesh Liberation War”।



এটাও আমাদের মনে রাখতে হবে সেই সময়ে আমাদের এমন কোন অবস্থান ছিল না যে আত্মসমর্পণ দলিলে বাংলাদেশকে অন্তর্ভূক্তি করতে ভারতকে আমরা কোন চাপ দিতে সক্ষম ছিলাম। আরও দুঃখজনক হচ্ছে এই ২০১৪-তে আমাদের অবস্থান উন্নত হয়নি, বরং আরও নাজুক হয়েছে।

কাজেই অতীতে কি হয়েছে সেই চিন্তা না করে আসুন বর্তমানে কি হচ্ছে সেই চিন্তা করি। ৭১-এ স্বাধীনতার দলিল ছিনতাই হয়েছে, তার পর ছিনতাই হয়েছে পদ্মার পানি, বেরুবাড়ী, তালপট্টি; হাল আমলে ট্রানজিট, টিপাই মুখ এবং সর্বশেষ সমুদ্র বক্ষে গ্যাস ব্লক!

অতীত নিয়ে মায়াকান্না না করে আসুন সামনে তাকাই। তাহলে যদি অতীতের ভুল-ভ্রান্তি এবং ক্ষতি কোনভাবে পুষিয়ে নেওয়া যায়।



Instrument of Surrender

এই দলিলটি সংরক্ষিত আছে National Museum in Delhi –তে।

Instrument of Surrender-এর বিবরণ নিম্নরূপ:

INSTRUMENTS OF SURRENDER
The PAKISTAN Eastern Command agree to surrender all PAKISTAN Armed Forces in BANGLA DESH to Lieutenant-General JAGJIT SINGH AURORA, General Officer Commanding in Chief of Indian and BANGLA DESH forces in the Eastern Theater. This surrender includes all PAKISTAN land, air and naval forces as also all para-military forces and civil armed forces. These forces will lay down their arms and surrender at the places where they are currently located to the nearest regular troops under the command of Lieutenant-General JAGJIT SINGH AURORA.

The PAKISTAN Eastern Command shall come under the orders of Lieutenant-General JAGJIT SINGH AURORA as soon as the instrument has been signed. Disobedience of orders will be regarded as a breach of the surrender terms and will be dealt with in accordance with the accepted laws and usages of war. The decision of Lieutenant-General JAGJIT SINGH AURORA will be final, should any doubt arise as to the meaning of interpretation of the surender terms.

Lieutenant JAGJIT SINGH AURORA gives a solemn assurance that personnel who surrender shall be treated with dignity and respect that soldiers are entitled to in accordance with provisions of the GENEVA Convention and guarantees the safety and well-being of all PAKISTAN military and para-military forces who surrender. Protection will be provided to foreign nationals, ethnic minorities and personnel of WEST PAKISTANI origin by the forces under the command of Lieutenant- General JAGJIT SINGH AURORA.


(JAGJIT SINGH AURORA)
Leiutenant-General
General Officer Commanding in Chief
India and BANGLA DESH Forces in the
Eastern Theatre
16 December 1971



(AMIR ABDULLAH KHAN NIAZI)
Leiutenant-General
Martial Law Administrator Zone B and
Commander Eastern Command
(Pakistan)
16 December 1971

আরও মজার বিষয় হচ্ছে Ministry of External Affairs, India –এর সাইটে জেনারেল অরোরার পরিচয় এভাবে লেখা আছে:

Sd/-
JAGJIT SINGH AURORA
Lieutenant General
General Officer
Commanding-in-Chief Eastern Command
(India)
16 December 1971

খেয়াল করুন General Officer, Commanding-in-Chief Eastern Command (India)!

Source:
Instrument of Surrender
Text of Instrument of Surrender

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.