দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
আকাশে বাতাসে খালি, সেই একই পোড়া তেলের গন্ধ। ব্যাপারটা যেমন বিরক্তি কর, তেমনি হতাশার। তেনাগরে তেল মাইরা এত্তো পিছলা না কইরা, দেশের ইঞ্জিনে তেল দিয়া পরিস্কার কইরা চালাইলে, কত্ত না ভালা হইতো। কিন্তুক কে বুঝে কার কথা।
যুগটাই এখন শুধু আমি আর আমি। । এককালে একটা ডায়ালগ আছিলো "ঢিল মারি তোর টিনের চালে" এই ডায়ালগটার বাস্তব এপ্লিকেশন করার টাইম যে আইছে এইডা যে আমরা সবাই কবে বুঝমু। । ঝাতির আত্মা চিককুর পাইরা এখন জানতে চায়।
রাত পোহালে একুশে ফেব্রুরীয়ারি, সবাই শোকগাঁথা গাইতে গাইতে শহীদ বেদিতে ফুল দিবেন, একটাই অনুরোধ, ফুল দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করবেনঃ আপনি নিজে দেশটাকে কতটুকু ভালোবাসেন আর অমর একুশের শহীদদের কতটুকু শ্রদ্ধা নিয়ে পুষ্পমাল্য অর্পনে এসেছেন??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।