আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ছে নারী ইঞ্জিনিয়ার

দাঁড়াও পথিকবর! জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল...

মধু! মধু!! খালি আর কয় বছর আগে বাড়লেই পারতো

টেক বুলেটিন: বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের মতো বিষয়গুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছে। গত সাত বছরে এসব বিভাগে ছাত্রীর সংখ্যা প্রচুর বেড়েছে বলে নতুন এক জরিপে জানা গেছে।



ব্রিটেনের ক্যামব্রিজ অকুপেশনাল অ্যানালিস্ট (সিওএ) নামে একটি প্রতিষ্ঠান এ গবেষণা চালায়। প্রায়োগিক বিষয়গুলোতে নারী-পুরুষ বৈষম্য ও প্রযুক্তি শিল্পে নারী কর্মীদের অবস্থান জানার জন্য গবেষণার কাজ শুরু করেছিল তারা।



প্রতিষ্ঠানটির যৌথ পরিচালক জয়েস লেইন বলেন, ‘জরিপে আমরা দেখেছি, মেয়েরা বিশ্বাস করতে শুরু করেছে যে তারাও ছেলেদের সাথে প্রযুক্তি ক্ষেত্রে পাল্লা দিতে পারে।

গণিত, প্রকৌশলের মতো বিষয়ে তারা ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিচ্ছে। ’



জরিপে দেখা যায়, গত সাত বছরে মেয়েদের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার হার বেড়েছে ১০ গুণ। ছেলেদের এর অর্ধেকও বাড়েনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে মেয়েদের সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ ও ২৭ শতাংশ, সে তুলনায় ছেলেদের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ ও ১৩ শতাংশ। এছাড়া প্রতি পাঁচজনে একজন ছাত্রী এখন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে, যা আগের চেয়ে ১৬ গুণ বেশি।




এখানে পুরা খবরটা পাইবেন


ভালো লাগলে মাইক মারতে পারতেন আমাদের


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.