ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাত ঘাতকের মুক্তির ব্যাপারে তামিলনাড়– রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল ভারতের সুপ্রিমকোর্ট। গতকালই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি পি. সদাসিবস এবং দেশের সলিসিটর জেনারেল মোহন প্রসন্নের এক ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজীব হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না। আগামী ৬ মার্চ পরবর্তী শুনানি। মুরুগান, সন্থান, পেরারিভালন, রবার্ট পায়াস, জয়কুমার, রবিচন্দ্রন এবং নরিনী-রাজীব গান্ধীর এই সাত হত্যাকারীকে মুক্তি দেওয়ার ব্যাপারে তামিলনাড়–র রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে গতকাল সকালেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বাল। তারপরই রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় সরকার।সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল সুপ্রিমকোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।