আমাদের কথা খুঁজে নিন

   

বীরের জাতিটা কি তাহলে আজীবন মাথা নিচু করেই কাটিয়ে দিবে????

শেষ... সব শেষ। এখন আবার সব আগের মত। আগে যেমন চলত তেমনই চলতে থাকবে।

দেশ নিয়ে ভাবনা চিন্তা, দেশপ্রেম সব শেষ। কয়েকদিন পর পর একেকটা বিশেষ দিবস আসে আর আমরা সবাই দেশপ্রেমিক হয়ে যাই।



এইযে গতকাল গেল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাই দেশকে নিয়ে মাতৃভাষাকে নিয়ে ফেসবুকে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিল। কেউ কেউ শহীদ মিনারের ছবি Profile Picture হিসেবে দিল। এক কথায় খুব ভালো ভাবে উৎযাপন করা হল দিবসটি।

আগামীমাসে আবার স্বাধীনতা দিবস আসবে।

তখনও আবার সবাই দেশের পতাকার ছবি Profile Picture হিসেবে দিবে। আবারও দেশকে নিয়ে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিবে। এইসকল যাবতীয় মহান কাজ করে দেশের প্রতি ভালবাসা প্রকাশ করবে। এক কথায় আবারও খুব ভালো ভাবে উৎযাপন করা হবে দিবসটি।

এমন করে যে কয়টা দিবস আসবে সবকয়টাতেই এমনিভাবে চলতে থাকবে।

একেকজনের একেকরকম সুন্দর সুন্দর চিন্তা-ভাবনা ফুটে উঠে শুধুমাত্র দিবসগুলোতেই কিন্তু সারাবছর ঘোড়ার আণ্ডা। তবে বাস্তবে এর প্রয়োগ আছে কিনা জানিনা। জানতেও চাইনা।

তো বলা যায়, আমরা বিভিন্ন দিবসগুলো খুব রমরমা করে, জমকালো আয়োজন করে উৎযাপন করতে পারি।

কিন্তু আসলে কি এইসব দিবস গুলো উৎযাপন করার জন্য বছর ঘুরে আমাদের কাছে বার বার ফিরে আসে? এইসব দিবসগুলোর মানে কি আমরা কি কেউ একটু গভীরভাবে চিন্তা করেছি? এ দিবসগুলোর চেতনা কি আমরা কি জানি? দিবসগুলোর চেতনা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমি নিশ্চিত দেশটা অনেক দূর এগিয়ে যেত।



আমাদের মধ্যে যেদিন থেকে একাত্তরের চেতনা, একুশের চেতনা জাগ্রত হবে সেদিন থেকে বাংলাদেশকে কেউ রুখতে পারবে না। কারো মধ্যে যদি এই চেতনাবোধ থাকে তাহলে সে নিজের স্বার্থে দেশের স্বার্থ বলি দিতে পারবে না। আর এটা যদি দেশের সবার মাঝে থাকে তাহলে তো আর কথাই নেই।

সেই দিন কি খুব শীঘ্রই আসবে? নাকি কোনোদিনই আসবে না? বীরের জাতিটা কি তাহলে আজীবন মাথা নিচু করেই কাটিয়ে দিবে????

আল্লাহ্‌ মালুম......

ফেসবুকে আমার পোস্ট পেতে ফলো করুন এই প্রোফাইলে মাইদুল ইসলাম লিপু।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।