এই আমি কতটা পেরেছি চিনতে এই আমাকে, আমি কি স্বার্থপর না স্বার্থের কারনে পরোপকারী !!! আমরা তো জাতি হিসেবে ভারত,শ্রীলংকা কিংবা পাকিস্থান থেকে অনেক উপরে। আমাদের তো জয়কে জয় করার অভ্যাস বুকের তাজা রক্তের বিনিময়ে, যা শিখেছি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষাকে জয় করে এবং দ্বিতীয়বার শিখলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী ৩০,০০,০০০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়ে। আমরা যেকোন জয়ই জয় করি কঠোর পরিশ্রমের দ্বারা বা দীর্ঘ অপেক্ষার পর। কত দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা এশিয়া কাপের ফাইনালে উঠেছি, আর ইনশাল্লা আল্লাহ যদি রহমত করেন আমরাই জিতব যা একবার জিতে ছিলাম ১৯৫২ ও ১৯৭১ সালে। ভারত, শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ এখন এশিয়া কাপের ফাইনালে। অভিনন্দন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে এই ঐতিহ্যবাহী দুটি জয়ের জন্য। অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন আমাদের ক্রিকেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।