আমাদের কথা খুঁজে নিন

   

বীরের বেশে ‘ওয়ান পাউন্ড ফিশ’ তারকা

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! যুক্তরাজ্যের বাজারে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাছের ক্রেতাদের সুর করে ডাকতে গিয়ে একেবারে তারকা বনে গেছেন পাকিস্তানি লন্ডনার মোহাম্মদ শহিদ নাজির। দেশে ফিরে পেয়েছেন বীরোচিত সংবর্ধনা। সম্প্রতি লন্ডনে একটি মাছের দোকানে কাজ করতে গিয়ে মালিকের নির্দেশ মতো কম দামের মাছের কথা ক্রেতাদের জানাতে চেষ্টা করেন নাজির। প্রথমদিকে তিনি চাপা গলায় ক্রেতাদের জানাতেন, আসুন সস্তা মাছ নিয়ে যান। মাত্র এক পাউন্ড করে দাম।

শুধু তাই নয়, ছয়টি মাছের দাম মাত্র পাঁচ পাউন্ড। এমন সব লোভনীয় ছাড়ের কথা বলতেন নাজির। তবে ধীরে ধীরে তিনি লজ্জা কাটিয়ে তার এই ছাড়ের বার্তা বেশ উচ্চস্বরে সুর করে জানাতে শুরু করেন। সেই সুর শুনে এক ক্রেতা কৌতূহলী হয়ে তার এই আহ্বানের ঢং ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন। আর ইউটিউবে প্রকাশিত সেই ভিডিও এখন পর্যন্ত ৬৫ লাখ হিট পায়।

তবে এখানেই শেষ নয়, পশ্চিমাদের দৃষ্টিতে নাজিরের এই অভিনব কাণ্ড এবং ইন্টারনেটে তার জনপ্রিয়তা দেখে যুক্তরাজ্যের ওয়ার্নার মিউজিক নামক প্রতিষ্ঠান তার সঙ্গে একটি চুক্তি সই করে। তাদের অবশ্য আশা ছিল, নাজিরের এমন বাণিজ্যিক ছাড়ের কথা ও সুর বড়দিনের উত্সবের সময় তালিকার শীর্ষে পৌঁছে যাবে। ঠিক সেই লক্ষ্য না ছুঁতে পারলেও ব্রিটিশ চার্টে ২৯তম ঘরে রয়েছে ওয়ার্নার মিউজিক-এর নাজিরকে নিয়ে ভিডিও পরিবেশনাটি। আর ‘ও-ফিশ-আল’ শিরোনামের এই বলিউডি ধাঁচের ভিডিও ইন্টারনেটে হিট পেয়েছে ৮০ লাখেরও বেশি। গত বৃহস্পতিবার নাজির পাকিস্তানে ফেরেন একেবারে বীরের বেশে।

লন্ডন থেকে লাহোর বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় রাজনৈতিক নেতারাসহ কয়েকশ’ ভক্ত তাকে ফুল দিয়ে স্বাগত জানান। শুধু তাই নয়, পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পঞ্চম বর্ষপূর্তির অনুষ্ঠান থামিয়ে নাজিরের দেশে ফেরার দৃশ্য লাইভ সম্প্রচার করা হয়। এদিকে, ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এবং ভিসার শর্ত লঙ্ঘন করায় তাকে লন্ডন থেকে দেশে ফেরত পাঠানো হয়। তবে নাজির দাবি করেন, তিনি মূলত ফ্রান্সের ভিসা প্রস্তুত করার জন্য পাকিস্তানে ফিরেছেন। কারণ, এবার ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও নিজের হিট গানের মহরত করার ইচ্ছা নাজিরের।

সূত্র : ডিডব্লিউ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।