ছাত্রদলের ডাকা ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ গ্রেফতারকৃত সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার থেকে ধর্মঘটের ডাক দেয় ছাত্র সংগঠনটি।
ধর্মঘটের কারণে শনিবার থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রসঙ্গত, ছাত্রদলের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতা-কর্মীর নি:শর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সকল ছাত্র সংগঠনের সহাবস্থান, সকল শিক্ষার্থীর নিরাপত্ত্বা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।