প্রথম আলোতে দেখলাম শাহবাগে নেই শুধু ছাত্রদল। এটাও
লিখা আছে চাত্র দলের অনেক তরুণ নেতা-কর্মী কাদের
মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ে মন থেকে মেনে নিতে পারেনি,
কিন্তু দলিয় অবস্তানের কারনে তারা অসহায়, কিছু
বলতে পারছে না।
আজ সারা বাঙ্গালী জাতী কাদের মোল্লার ফাঁসীর দাবিতে সোচ্চার। দলমত নির্বিশেষে এক হচ্ছে ছাত্র, শিক্ষক,
ডাক্তার, আইন্জীবী, সাধারন মানুষ সবাই। সোচ্চার হয়েছে এই
ঘাতক রাজাকারের ফাঁসীর দাবিতে, আদালতের দেওয়া এই
প্রহসন মুলক রায়ের বিরুদ্ধে তবে কেন সেখানে ছাত্রদল এক
হতে পারচেনা? প্রধান বিরুধী দলও এখন কোন
প্রতিকৃয়া দেখায় নি।
তাহলে কি তারা কি এই রায়ে সন্তুষ্ট? কেন আজ কুলষিত রাজনীতির কালবিষ তরুণ প্রজন্ম
বয়ে বেরাবে। দেশের দুঃসময়ে, অন্যায়ের
বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? রাজ্নীতি হবে দেশের জন্য। কোন
রাজনৈতিক দলের জন্য নয়। কেন এমন ঘৃন্য রাজনৈতিক দলের
পা চাটা, যারা স্বদেশের মাটিতে মহা প্রলয় চালিয়ে ছিল,
হত্যা করেছিল নিরীহ মানুষদের, রক্তে লালকরেছিল এদেশের মাটি তাদের সমর্থনে চুপ করে থাকে। দলের
ভয়ে নিজেকে দেশের মানুষ থেকে পৃথক করা, এ কেমন
রাজনৈতিক চর্চা?
ছিঃ ধিক! এরকম তরুণ রাজ্নীতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।