বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, অভ্যন্তরীণ কোন্দলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
পরে বিএনপি নেতাদের সহযোগিতায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক কর্মীসভার আয়োজন করে ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপেতিত্বে সভায় বিএনপির যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এবং সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য দেন।
তাদের বক্তব্য শেষ হওয়ার পরপরই বক্তব্য দিতে না দেয়ার অভিযোগ তুলে একটি অংশের নেতাকর্মীরা মহানগর বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ও জানালার কাচ ভাংচুর করে।
এতে আরেক গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী শান্ত বলেন, পদবঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী এ হামলা চালায়। ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম কর্মীসভার ব্যানারে দেয়া হলেও মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নাম দেয়া হয়নি।
এতে তিনি ক্ষুদ্ধ হয়ে ছাত্রদলের এ কর্মীসভায় আসেননি।
মিলনের নাম ব্যানারে না দেয়ায় তার পক্ষের নেতাকর্মীরা এ হামলা চালায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।