কেরানীগঞ্জের আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়ুবুল হাসান রোববার এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীঞ্জ মডেল থানার এসআই আফজাল হোসেন ১০ দিন রিমান্ড চান। অন্যদিকে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী।
শুনানি শেষে জামিনে নাকচ করে চারদিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক।
ফাইল ছবি
পরে অস্ত্র আইনে গেণ্ডারিয়া থানায় একটি মামলা করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
ওই মামলাতেও তাকে পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গত ১৬ ফেব্রুয়ারি শহীদকে কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ১১ ডিসেম্বর কেরানিগঞ্জের দোলশ্বর ও আইনতা গ্রামের মাঝে একটি ছনক্ষেত থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয় কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল্লাহর।
পরের দিন অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের ছেলে সাইদুর রহমান চৌধুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।