আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ভ্রমণে হঠাৎ নিখোঁজ

উড়োজাহাজ হারিয়ে যাওয়ার খবর একেবারে নতুন ঘটনা নয়। হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যাওয়া তেমনই একটি ফ্লাইট উড়েছিল ১৯৩৭ সালের ২ জুলাই। অ্যামেলিয়া আরহার্ট আস্ত একটি উড়োজাহাজ নিয়ে গায়েব হয়ে যান। বিশ্ব পরিভ্রমণের উদ্দেশে যাত্রা শুরুর আগে তিনি ও তার সঙ্গে থাকা নেভিগেটর ফ্রিড নোনান কল্পনাও করতে পারেননি এ যাত্রা তাদের জীবনের সবচেয়ে রোমহর্ষক যাত্রা হতে পারে। দুজনই বিমান পরিচালনায় বেশ দক্ষ ছিলেন।

অ্যামেলিয়া প্রথম নারী, যিনি আটলান্টিকের ওপর দিয়ে একা উড়ে চলেছেন। কিন্তু বিধিবাম, আটলান্টিক পেরিয়ে যাওয়ার পর প্যাসেফিক ওশানের ওপর এসেই সব গড়বড় হয়ে যায়। হল্যান্ড দ্বীপের ওপর দিয়ে যাওয়ার সময়ই পথ হারিয়ে বিমানটি অজানা গন্তব্যে উড়ে যায়। সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বেশ অনেকক্ষণ। অনুসন্ধানকারীরা বলেছিলেন, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি ধ্বংস হয়ে যায়।

নয়তো জাপানি গোয়েন্দাদের নজরে পড়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা হতে পারে। তবে কোনো কিছুই নিশ্চিত নয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.