মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এ গতকাল সাক্ষ্য দেন ১১তম সাক্ষী নাজিমুদ্দিন ও ১২তম সাক্ষী মো. হাসান। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মামলার কার্যক্রম ৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সাক্ষী নাজিমুদ্দিন বলেন, 'একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলে নির্যাতিতদের কাছ থেকে তিনি জানতে পারেন, ওই সময় হোটেলটি ছিল মীর কাসেমের নেতৃত্বে পারিচালিত একটি নির্যাতন কেন্দ্র।
' সাক্ষী জানান, ৩০ নভেম্বর ভোরে আলবদররা বাড়ি ঘেরাও করে তাকে ধরে প্রথমে নাজিরবাড়ি মসজিদ এবং পরে এনএমসি স্কুল মাঠে নিয়ে যায়। সেখান থেকে পরিচিত আবু জাফর, ইস্কান্দার, চাচাতো ভাই ছুট্টু মিয়া ও জাকারিয়াসহ আটক লোকদের দুটি ট্রাকে উঠিয়ে ডালিম হোটেলে নেওয়া হয়।
সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপরে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে গতকাল সকালে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পিরোজপুরের পাড়েরহাটে লুটপাটের অভিযোগের বিষয়ে সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক তুলে ধরেন।
তিনি বলেন, '১৯৭১ সালের এপ্রিলের শেষ দিকে সাঈদী, দানেশ মোল্লা, মোসলেম মাওলানা প্রমুখের নেতৃত্বে পাড়েরহাটে শান্তি কমিটি গঠিত হয়। পরে তারাই ওই এলাকায় রাজাকার বাহিনী গঠন করেন। প্রসিকিউশনের ষষ্ঠ সাক্ষীও এ বিষয়ে বলেছেন। 'এর আগে আসামি পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান বলেন, 'সাঈদীর বিরুদ্ধে একাত্তরের যে সময়ে পিরোজপুরে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তখন তিনি ওই এলাকায় নয় ছিলেন যশোরে।
আলীমের আপিলের সারসংক্ষেপ দেওয়ার নির্দেশ : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের আপিল আবেদনের সারসংক্ষেপ ১১ মার্চের মধ্যে জমার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ড দিলে আলীম আপিল করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।