বাড়ির আঙ্গিনায় আপনজনের মতো ঠাঁই করে নেয়া ডালিম গাছ। ডালিম ফুল, ভালবাসি তাই ভুলতে পারি না বেলি ফুল চাই না, এনে দাও ডালিম মুকুল ডালিম ফল জোড়া জোড়া, পুতবো গাছ খাব মোরা আমার মাটির গাছে ডালিম ধরেছে ...... বনসাই ডালিম চাই চেহারার বর্ণনা দেওয়ার প্রয়োজন আছে কি? মসৃণ খোসার আড়ালে আছে অসংখ্য দানা ভেঙ্গে মোর ডালিম খানা ........ চর্বিমুক্ত কিন্তু ভিটামিন সি, আঁশ, পটাশিয়াম, ফসফরাস, জিংক, ম্যাগনেসিয়াম, থায়ামিন, রাইবোফ্লাবিন, নিয়াসিন এবং আয়রনের উৎস রক্তাক্ত ভালবাসা .... খাবেন না কি ডালিম সালাদ? ডালিম হৃদয় ডালিম জুস। দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ডালিম ফল খাইলে বল, না খাইলে দুর্বল ডালিম গাছে মৌ ....... এতো ডাকি তবু কথা কয় না কেন বউ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।