মজিলার স্মার্টফোন, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম, দাম মাত্র ২ হাজার টাকা। তৈরি করছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা। ব্রাউজার প্রতিষ্ঠানের তৈরি এ স্মার্টফোনটি হবে বিশ্বের সব থেকে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। মাত্র ২৫ ডলার বা ২ হাজার টাকার এ ফোনটি তৈরির জন্য এরই মধ্যে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্পিডট্রামের সঙ্গে চুক্তি করেছে মজিলা। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ৩২০ বাই ৪৮০ পিক্সেল।
এছাড়া থাকবে ওয়াইফাই, বস্নুটুথ, এফএম রেডিও ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডিফল্ট ব্রাউজার থাকবে মজিলা ফায়ারফক্স, যাতে থাকবে এইচটিএমএল৫ সাপোর্ট। বিশ্লেষকদের ধারণা স্মার্টফোনের জন্য ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় এবার আসবে গতি, স্মার্টফোন ব্যবহারকারীরা অচিরেই পাবেন আরও একটি চমৎকার অপারেটিং সিস্টেম। আর মজিলার হাত ধরে আসবে অসংখ্য নতুন নতুন ও উন্নতমানের অ্যাপস।
আরো পড়ুনঃ
বাজারে আসছে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন!
মালয়েশিয়ার চোখধাঁধানো শপিং মল!
থ্রিজির কাঙ্খিত স্পীড পেতে করনীয়।
ফাঁসিতে ১২ মিনিট ঝুলেও জীবিত!
এবার থেকে কথা বললে হ্যান্ডসেটের চার্জ ফুরানো তো দূরের কথা বরং চার্জ আরো বাড়তে থাকবে!।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।