আমাদের কথা খুঁজে নিন

   

"দুঃখ ছাড়ো, মুখে রাখো হাঁসির সঞ্চার, তোমরা তো মোদের "রয়েল বেঙ্গল টাইগার"!!

লিখতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। নতুন নতুন "গল্প" লিখতে বেশী ভালো লাগে। ।

আহ! দ্বারপ্রান্তে এসেও জয়টা হাত ছাড়া হয়ে গেলো!!

আশা ছিলো ম্যাচটা জিতবো! কিন্ত হলোনা।

ছোট ছোট কিছু ভুলে
এই জেতা ম্যাচটাও হাত ছাড়া হয়ে গেলো আমাদের।
"সাকিবের" শূন্যতা ভালভাবেই ভাবেই অনুভব করা গেলো।

স্কোয়াড ঠিক ছিলো শুধু সোহাগ গাজীর জায়গাতে সাকিব থাকলে ম্যাচটা
জেতার অনেকটা নিশ্চয়তা ছিলো! "মাহমুদুল্লাহ" কে রাখলেও একটা ভালো
স্পিনার পাওয়া যেতো।

বোলিং ঘাটতি টা ভালো ভাবেই টের পেলাম।
ব্যাটিং লাইনে "আনামুল" আর "মুশফিক" ছাড়া অন্য কেউকে জ্বলে উঠতে
দেখা গেলোনা!

"নাসিরের" কাছ থেকে কিছু রান আসা করেছিলাম।



৩০০+ রান হওয়ার কথা ছিলো। শেষ দিকে রানের চাকাটা একেবারেই "লো"
হয়ে গেছিলো। আর কিছুটা রান হলে হইতো ম্যাচটা জিতে যেতাম!

প্রত্যাশা অনেক কিছুই ছিলো। ভেবেছিলাম এবার "রেন্ডিয়ারে" একটা জনমের
শিক্ষা দেওয়া যাবে।
ভেবেছিলাম "আশরাফুল" "তামিম" সাকিব" ছাড়াও
বাংলাদেশ বড় ইনিংস খেলতে পারে! বিশ্ব চাম্পিয়নদের হারাতে পারে!

মুশফিক কে আন্তরিক ভাবে অভিনন্দন সহ "স্যালুট! জানায়।


আমাদের রিয়েল "টাইগার" যদি কেউ থেকে থাকে? সে হচ্ছে "মুশফিকুর রহিম"
বাংলাদেশ দলের' এ যাবত কালের সেরা "ক্যাপ্টেন! সেরা খেলোয়াড়!
আবারো "স্যালুট! তোমায়।

একটি ম্যাচ হেরেছি তাই কি? দুঃখ নেই কোন। আরো ম্যাচ আছে সামনে।
এবার পারিনি কিন্ত পরের বার দেখিয়ে দেবো!

তোমাদের সাথে ছিলাম!
তোমাদের সাথে আছি!
তোমাদের সাথেই থাকবো!

"দুঃখ ছাড়ো, মুখে রাখো হাঁসির সঞ্চার,
তোমরা তো মোদের "রয়েল বেঙ্গল টাইগার"!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.